কাহালুর দুটি কেন্দ্রে দি ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কাহালু(বগুড়া)সংবাদদাতা: কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাাসা ও কাহালু টি এন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ কেন্দ্রে দি ব্রিলিয়্যান্ট এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সকাল ৯-১২ টা পর্যন্ত বৃত্তি পরীক্ষা ২ টি কেন্দ্র ৪র্থ শ্রেনী হতে ৯ম শ্রেনীর ৮৫৫ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে। পরীক্ষা চলা কালে ২টি কেন্দ্র পরিদর্শন করেন বগুড়ার দি ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের মহা পরিদর্শক মোঃ জাকিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া স্টুডেন্ট ওয়েলফিয়ার ফাউন্ডেশনের মহা পরিদর্শক ফারদিন হাসান হাসিব, দি ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের সাবেক মহা পরিদর্শক মিজানুর রহমান,পল্ল¬ী বিদ্যুৎ সমিতি বগুড়া-১ এর সচিব সহকারী অধ্যাপক মনজুর রহমান (মনজু),দি ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রহিম সরকার, অফিস বিভাগের সদস্য সচিব সাজেদুর রহমান (জুয়েল), (ডিগ্রী) মাদ্রাসা কেন্দ্রের সচিব হামিদুর রহমান(লোটাস), পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক আব্দুল মুমিন, প্রশাসনিক কর্মকর্তা সাঈদ কুতুব সাব্বির, কাহালু টিএন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব শাহানাজ বেগম, পরীক্ষা নিয়ন্ত্রক আবু হানিফ, প্রশাসনিক কর্মকর্তা হাফেজ খালেদ ফারহান,তত্ত্ববধায়ক আতোয়ার রহমান প্রমূখ।