আমি দুর্নীতিবাজ?’ তার কাছে কী প্রমাণ আছে?, ; সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু
রংপুর : দুর্নীতিবাজ আখ্যায়িত করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার প্রতি চ্যালেঞ্জ ছুড়েছেন রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ও সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে জুম্মার নামাজ শেষে নগরীর গুপ্তপাড়ার বাসভবনে নির্বাচনের বেসরকারি ফল ঘোষণার পর প্রথমবারের মতো সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা বলেন। এসময় ঝন্টু বলেন বলেন, ‘আমার পাড়ার ছেলে, জাপা নেতা ও স্থানীয় সরকার মন্ত্রী মসিউর রহমান রাঙ্গা আমাকে দুর্নীতিবাজ বলেছে। সে আমার ছোট ভাইয়ের মতো। তার কাছে কী প্রমাণ আছে, আমি দুর্নীতিবাজ?’ রাঙ্গার এই বক্তব্যে তিনি দুঃখ পেয়েছেন বলেও জানান। এসময় তিনি পরাজয়ের কারণ নিয়ে কোনও কথা বলতে চাননি। উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফার কাছে প্রায় লক্ষাধিক ভোটে পরাজিত হন আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।