আপন জুয়েলার্সের ৩ মালিকের জামিন আপিলে স্থগিত
মুদ্রাপাচারের তিন মামলায় ‘আপন জুয়েলার্সের’ মালিক তিন ভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে দেয়া হাইকোর্টের জামিন ২ জানুয়ারি পর্যন্ত স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে একইদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে বিষয়টি শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার আদালতের বিচারপতি মির্জা হোসেইন হায়দার এই আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।এর আগে গত ১৮ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনে তিন দিনের জন্য ‘আপন জুয়েলার্সের’ তিন ভাইয়ের জামিন স্থগিত করেছিলেন চেম্বার আদালত। এরই ধারবাহিকতায় বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনে ফের জামিন আদেশ স্থগিতের আদেশ দেওয়া হয়।রাজধানীর বনানীর একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের নামে ডেকে নিয়ে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গত মে মাসে গ্রেফতার হন ‘আপন জুয়েলার্সের’ মালিক দিলদারের ছেলে সাফাত আহমেদ। পরে ওই ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হলে আপন জুয়েলার্সের ‘অবৈধ লেনদেনের’ খোঁজে তদন্তে নামে শুল্ক গোয়েন্দা বিভাগ। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রমাণের ভিত্তিতে মুদ্র্রা পাচারসহ বিভিন্ন অভিযোগে ১২ আগস্ট আপন জুয়েলার্সের তিন মালিকের বিরুদ্ধে গুলশান, ধানমণ্ডি, রমনা ও উত্তরা থানায় পাঁচটি মামলা করে শুল্ক গোয়েন্দা অধিদফতর।এরপর গত ২৪ অক্টোবর ওইসব মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে তাদেরকে কারাগারে পাঠান বিচারিক আদালত। পরে বিচারিক আদালতে জামিন নামঞ্জুর হলে আসামিরা পাঁচটি মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। এর মধ্যে গত ১৪ ডিসেম্বর তিনটি মামলায় রুলের চূড়ান্ত শুনানি নিয়ে তিন ভাইকে হাইকোর্ট জামিন দিলে জামিনাদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।