ময়মনসিংহে তিন জন ভুয়া ডিবি গ্রেফতার
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে দুই ব্যক্তিকে তুলে নিয়ে টাকা ছিনতাই করার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে পুলিশের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতাকৃতরা হলেন, মো সুমন (৪০)আক্কাস (৪২) ও পলাশ (২৮)। রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিস্তারিত তুলে ধরা হয়। তিনি জানান, আটক ব্যক্তিরা আন্ত:জেলা পেশাদার পুলিশ পরিচয়দানকারী দস্যু। তাদের কাছ থেকে দেড় লক্ষ নগত টাকা, একটি মাইক্রোবাস, একটি ওয়াকিটকি, ডিবি লেখা একটি কটি, দুইটি খেলনা পিস্তল, এক জোড়া হ্যান্ডকাফ, একটি সিগনাল লাইট, একটি লাঠি, তিনটি মোবাইল ফোন ও একটি পিস্তলের কভার।পুলিশ সুপার আরও জানান, গত ৩ ডিসেম্বর বিকেল মাছ ব্যবসায়ী মো ওসমান গনি ও নুরে আলম টাকা নিয়ে সিএনজি করে গন্তব্যে যাচ্ছিলেন। এসময় আসামিরা একটি মাইক্রোবাস দিয়ে সিএনজিকে ব্যারিকেড দিয়ে ডিবি পুলিশ পরিচয়ে ওয়ারেন্টের ভয় দেখিয়ে তাদে তুলে নেয়। পরে হাতকড়া পড়িয়ে, গামছা দিয়ে চোখ মুখ বেধে চলে যায় ঢাকার দিকে। পরে ভালুকা উপজেলা এলাকায় নিয়ে ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে গাড়িটি রেখে টাকা ছিনতাই করে ওই দুই ব্যক্তিকে নামিয়ে দিয়ে মাইক্রোবাস নিয়ে তারা ঢাকার দিকে চলে যায়।এ ঘটনায় ১৩ ডিসেম্বর ত্রিশাল থানায় একটি মামলা করেন ভিকটিম। পরে ঢাকা—ময়মনসিংহ মহাসড়কে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে জেলা গোয়েন্দা পুলিশ আসামিদের গাজীপুর, সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।