বৃষ্টিতে আত্রাইয়ের ইটভাটা মালিকদের মাথায় হাতঃক্ষয়ক্ষতি দুই কোটি টাকা।


একেএম কামালউদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় গত কয়েক দিনের বৃষ্টিতে আঠারো টি ইট ভাটার ব্যাপক ক্ষতি হয়েছে। ইটভাটার প্রস্তুতকৃত কাঁচা ইট বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এতে ওইসব ইটভাটা মালিকদের সব মিলিয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এমন তথ্যই জানিয়েছেন উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি শ্রী বীরেন্দ্র নাথ পাল স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার ০৬টি ইউনিয়নে ১৪টি ইটভাটা রয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টির পাশাপাশি রোদ না থাকার কারণে ওইসব ইটভাটার প্রস্তুতকৃত কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এতে সব মিলিয়ে উক্ত পরিমান টাকার ক্ষতি হয়েছে।ইটভাটার মালিকরা জানান, এই শীত মৌসুমে এমন টানা বৃষ্টি হবে,এমন তারা কেউই আশা করেনি। গভীর সমুদ্রেলঘুচাপের কারণে হঠাৎ বৃষ্টিশুরু হবে এমন বুঝতে না পারায় তারা বৃষ্টি মোকাবেলায় প্রস্তুত ছিলেন না। এ কারণে প্রস্তুতকৃত কাঁচা ইট পানিতে ভিজে নষ্ট হওয়ায় তারা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। এ ছাড়া বৃষ্টির কারণে ইট ভাটাগুলোর আগুন নিভে যাওয়ার উপক্রম হয়েছে। এদিকে এ অবস্থার কারণে গত কয়েকদিন ধরেই ইটভাটা গুলোর শত শত শ্রমিক বেকার সময় পার করছেন।আয়-রোজগার বলে কিছুই নেই তাদের । উপজেলা ইটবাটা মালিক সমিতির সভাপতি শ্রী বীরেন্দ্র নাথ পাল বলেন, এভাবে হঠাৎ বৃষ্টি শুরু হবে বুঝে উঠতে পারিনি। টানা বৃষ্টির কারণে প্রস্তুতকৃত কাঁচা ইট ভিজে নষ্ট হয়ে গেছে। এতে সব ইটভাটা মালিকরাই ব্যাপক ক্ষতিরসন্মূখিন হয়েছেন। এত প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,বর্ষা মৌসুমের কারণে এমনিতে ইটভাটার কাজ দেরিতে শুরু হয়।এরপর আবার এই অপ্রত্যাশিত ক্ষতি। যা কেটে উঠতে ইটভাটা মালিকদের অনেক বেগ পেতে হবে বলে মালিক সমিতির এই নেতা দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *