ভারতে ৩ বছর কারাভোগের পর ৩ বাংলাদেশি কিশোরকে বাংলাদেশে হস্থান্তর করেছে বিএসএফ


বেনাপোল সংবাদদাতা: ভারতে ৩ বছর কারাভোগের পর মঙ্গলবার রাত ৮ টায় বাংলাদেশি কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্থান্তর করেছে ভারতীয় সীমাšতরক্ষী (বিএসএফ)। বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবির কাছে হ¯তাšতর করে। কাগজপত্র পরীক্ষা করে বিজিবি বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কাছে হ¯তাšতর করেছে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ফেরত আসা কিশোরেরা হলেন- গোপালগঞ্জের কোটালিপাড়া গ্রামের সুনিল গাইনের ছেলে সবুজ গাইন (১৬) ও একই জেলার টুপিরিয়া গ্রামের গোবিন্দ শীলের ছেলে আনন্দ শীল (১৪) এবং সাতক্ষীরার ব্রজোপাটুলিয়া গ্রামের রসিদ গাজির ছেলে রায়হান (১৫)। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি নাহার বেগম জানান, ভালো কাজের আশায় গত সাড়ে ৩ বছর আগে দালালের খপ্পড়ে সীমান্ত পথে ভারতের দিল্লীতে যায় তারা। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে দিল্লী জেলে পাঠায়। সেখানে ৩ বছর কারাভোগের পর সাজার মেয়াদ শেষে আজ তাদের দেশে ফেরত পাঠানো হয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্থক্ষেপে স্বদেশ প্রত্যাবর্তনে মাধ্যমে দেশে ফিরে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *