লালমনিরহাটের পাটগ্রামে ৩ জুয়ারীকে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদন্ড দিল ভ্রাম্যমান আদালত
এস এএম আলতাফ হোসাইন সুমন লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারী এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে তিন জুয়াড়িকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার রাতে উপজেলা হল রুমে এ কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) নুর কুতুবুল আলম। সোমবার (১১ ডিসেম্বর) ওই ৩ জুয়ারীকে লালমনিরহাট জেলে পাঠিয়েছে পুলিশ।কারাদন্ড প্রাপ্তরা হলেন, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের আফজাল হোসেনের ছেলে ছামিউল ইসলাম (২০), একই ইউনিয়নের মৃত আব্দুল হাইয়ের ছেলে রহিম মিয়া (৩০) ও ইসলামপুর ঘাটেরপাড় এলাকার মৃত শহির উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (২৫)। পুলিশ সুত্রে জানা য়ায়, উপজেলার বুড়িমারী উফারমারা গ্রামে জুয়ার আসর বসেছে এমন সংবাদের ভিক্তিতে পাটগ্রাম থানার পুলিশ অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে হাতে নাতে আটক করে। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তারা তাদের দোষ স্বীকার করে নেয়ায় ভ্রাম্যমান আদালত তাদের প্রক্যেককে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফিরোজ কবির জানান, কারাদন্ড প্রাপ্ত তিন জুয়ারীকে আজ সোমবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে।