নীলফামারীর ডিমলায় অটোবাইকে চাঁদাবাজির অভিযোগে আটক ২জনকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
গোলাম রাব্বানী ভ্রামমান প্রতিনিধি নীলফামারী: নীলফামারীর ডিমলায় অটোবাইকে চাঁদাবাজির সময় হাতে-নাতে আটককৃত দুই ব্যক্তিকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে ডিমলা থানার পুলিশের বিরুদ্ধে। তবে এ বিষয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একে অপরকে পাল্টা-পাল্টি দোষারোপ করছেন! যদিও বা এলাকার সচেতন মহল মনে করছেন উভয়ের মধ্যে যারই ইচ্ছে ও সহযোগীতায় এ ঘটনা ঘটে থাকুক না কেনো ,তা অপরাধীদের আরো উস্কে দেবার সামিল । জানা গেছে, গত শনিবার(৯ই ডিসেম্বর) সন্ধ্যার পর সদরের শুটিবাড়ী মোড়ে অটো চালক সমিতি লিমিটেড এর নামে অটোবাইকে চাঁদাবাজির সময় ডিমলা থানার সিনিয়র এসআই আঃ রহিমের নেতৃত্বে একদল পুলিশ চাদা আদায়ের রশিদ সহ বালাপাড়া ইউনিয়নের আমিনুর রহমানের পুত্র ফজলার রহমান (৩৩) ও ডিমলা সদর ইউনিয়নের তালেব আলীর পুত্র মোখলেছুর রহমান (৪২) কে হাতে-নাতে আটক করেন।। আটকের পর পুলিশ আটককৃতদের গভীর রাতে ছেড়ে দেন !
গত ৭ই ডিসেম্বর চাঁদাবাজি বন্ধের দাবীতে উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডিমলা থানার অফিসার ইনচার্জ বরাবর স্বারকলিপি প্রদান করেন ওই আটকের পর ছেড়ে দেয়া ব্যক্তিদের কাছে পাওয়া চাঁদা আদায়ের রশিদে উল্লেখিত সমিতির পক্ষে। ডিমলা উপজেলা অটো চালক সমবায় সমিতি লিমিটেডের পক্ষে ওই স্বারকলিপিতে চাঁদাবাজি বাজ দাবী জানানো হয়। বিক্ষোভ-সমাবেশ ও স্বারকলিপি প্রদানের ৪৮ঘন্টার পার না হতেই উক্ত সমবায় সমিতি নিবন্ধন নং-নীল/জেসকা-৫৩ এর পক্ষেই চাঁদা আদায় কালীন সময়ে পুলিশ রশিদসহ দুইজনকে আটক করেন ।। এই সমিতি অবৈধ ভাবে উপজেলার প্রায় ৭শত অটোবাইক চালকের নিকট প্রতিদিন ১০ টাকা করে চাদা আদায় করে লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। উপজেলার একাধিক অটোবাইক চালকদের অভিযোগ,এভাবেই প্রতিদিন এই সমিতির নাম করে শহরের টিএন্ডটি মোড়.মেডিকেল মোড়, শহীদ মিনার চত্তর, স্মৃতি অম্লান মোড়,(শুটিবাড়ির মোড়)সহ অনেক এলাকায় যানজট সৃষ্টি করে ৬ থেকে ৭ শত অটোবাইক চালকের কাছ থেকে চাঁদা আদায় করা হয় । এ ব্যাপারে জানতে চাইলে ডিমলা উপজেলা অটো চালক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি-ইউসুফ সমিতির নামে রশিদের মাধ্যমে ৪জন লোক টাকা আদায় করার সত্যতা স্বীকার করে জানান,তাদের দুইজন লোককে থানায় আটক করা হয়েছিল সেই দুজনকে তিনি রাতেই ছেড়ে এনেছেন। তিনি আরো জানান, তাদের এই সমিতিতে ৫৩৮জন সদস্য রয়েছেন।ডিমলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি -হাবিবুর রহমান খান লোহানী বলেন,সমিতির নামে এভাবে চাদা আদায় কোনো ভাবেই ঠিক হচ্ছেনা ।আমরা প্রশাসনের দ্রত জোড়ালো হস্তক্ষেপে এই চাদা বন্ধের দাবি জানাচ্ছি ।ডিমলা থানার এসআই আঃ রহিম বলেন,উপজেলা নির্বাহী কর্মর্কতার নির্দেশে অটোবাইকে চাঁদাবাজির সময়ে অটোবাইক সমিতির চাঁদা আদায়ের রশিদ সহ দুইজনকে আটক করা হয়েছিলো এবং আটককৃতদের আবার তাঁরই(ইউএনও’র) নির্দেশে ছেড়ে দেয়া হয়েছে । তিনি তো পারতেন ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের সাজাঁ প্রদান করতে । অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার তার নির্দেশে আটককৃতদের ছেড়ে দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমি এ ধরনের অভিযুক্তদের ছেড়ে দেয়ার নির্দেশ দিতে পারিনা । তবে তাদেরকে আমার নির্দেশেই আটক করার পর তারা প্রকৃত অপরাধী কি-না সে বিষয়ে নিশ্চিত হয়ে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য বলেছি।এবং পুলিশই ওই আটককৃতদের নিজ সিদ্ধান্তে ছেড়ে দিয়েছেন ।