জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা
জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা বিষয়ে জারি করা রুলের শুনানির জন্য আগামী ১৮ জানুয়ারি দিন ধার্য করেছে হাইকোর্ট। রবিবার (১০ ডিসেম্বর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আর আগে গত ৪ ডিসেম্বর “জয় বাংলা”কে কেন ‘জাতীয় স্লোগান’ ঘোষণা করার নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেয় আদালত। এ বিষয়ে সুপ্রিম কোর্ট বার-এর সাবেক সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড. বশির আহমেদ গণমাধ্যমকে বলেন, আদালতে তিনি নিজেই এ বিষয়ে শুনানি করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব এবং শিক্ষা সচিবকে রেসপনডেন্ট (প্রতিপক্ষ) করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে তাদেরকে এ রুলের জবাব দিতে বলে আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েই সমস্ত জাতি এক হয়েছিল। এই স্লোগানে উদ্বুদ্ধ হয়েই বীর বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং পাকিস্তানি সামরিক জান্তা ও তাদের এদেশীয় দোসড়দের কবল থেকে দেশকে মুক্ত করে। দীর্ঘ সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আমাদের কোনও জাতীয় মোটো কিংবা স্লোগান নেই। সে কারণে “জয় বাংলা”কে জাতীয় স্লোগান ঘোষণায় এ রিট আবেদনটি দায়ের করা হয়।