সাগর উত্তাল, সেন্টমার্টিনে আটকা ৭ শতাধিক পর্যটক
কক্সবাজার: সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ঘুরতে যাওয়া প্রায় ৭ শতাধিক পর্যটক সেখানে আটকা পড়েছেন। তবে তারা সবাই নিরাপদে আছেন বলে স্থানীয় প্রশাসন সূত্র জানিয়েছে। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ৩ নম্বর সতর্কতা সংকেত অব্যাহত থাকায় শনিবার সকালে প্রায় ৩ হাজারের মতো পর্যটক টেকনায় থেকে ফেরত এসেছেন। এদিন সেন্টমার্টিনের উদ্দেশে কোনও জাহাজ ছেড়ে যায়নি।
কক্সবাজার আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল বলেন, নিম্নচাপটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আটকা পড়াদের ফিরিয়ে আনার পাশাপাশি জাহাজ চলাচলও সচল হবে।