এরশাদ তার ভাতিজাকে দল থেকে বহিষ্কার করেছেন
ঢাকা: দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফকে দল থেকে বহিষ্কার করেছেন। শুক্রবার (০৮ ডিসেম্বর) জাপা চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আসিফের বহিষ্কারের খবর জানানো হয়। আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে রংপুর সিটির ভোট হচ্ছে। জাপার মনোনয়ন পেয়েছেন মোস্তাফিজুর রহমান। এরশাদের ছোট ভাই প্রয়াত মোজাম্মেল হোসেন লালুর ছেলে শাহরিয়ার আসিফ। ২০০৮ সালের সংসদ নির্বাচনে তিনি রংপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০১৪ সালে চাচার নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করেন জাপার এ যুগ্ম মহাসচিব। তিনি রংপুর জেলা জাপার সদস্য সচিব পদেও ছিলেন। দলের সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়ে শাহরিয়ার আসিফকে সতর্ক করেছিলেন এরশাদ। মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও বলা হয়েছিল। কিন্তু তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
বর্তমানে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে আছেন এরশাদ।