নিখোঁজের একদিন পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রিকশাচালকের লাশ উদ্ধার


ব্রাহ্মণবাড়িয়া: নিখোঁজের একদিন পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফারুক ইসলাম (১৬) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার সোনারামপুর-তালশহর সড়কের পার্শ্বের ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। ফারুক উপজেলার আলমনগরে অবস্থিত তানিয়া অটো রাইস মিলের শ্রমিকদের সর্দার ও হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামের কাশেম মিয়ার ছেলে। পুলিশের ধারণা ফারুক ইসলামকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ডোবাতে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬টায় আলমনগরে তানিয়া অটো রাইসমিলের বাসা থেকে রিকশা নিয়ে বের হন ফারুক। বিকেল পর্যন্ত তার কোন খোঁজ খবর পাওয়া যায়নি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এ ছাড়া রিকশাটিও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারাদিন খোঁজ খবর না পেয়ে শুক্রবার রাতে পরিবারের লোকজন আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পাশাপাশি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে শনিবার বিকেলে নিহতের বাবা কাশেম মিয়া সোনারামপুর সড়কের পাশে নিহতের লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। অপরদিকে, তার ব্যাটারিচালিত রিকশাটি সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নের বটতলি বাজারের একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার ব্রেকিংনিউজকে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আশাকরি খুব দ্রুত এই হত্যাকাণ্ডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *