সিলেটের বিয়ানীবাজারে অন্য প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের ছবি ব্যবহার করে প্রতারণা করছে হেক্সাস


র হেক্সাস অন্য প্রতিষ্ঠানের আইএলটিএস ছাত্র/ছাত্রীদের এর ছবি নিজেদের স্টুডেন্ট বলে দাবি করে লিফলেটের ছবি ব্যবহার করে বিতরণ করছে । তারা ঐ দুইজন ছাত্র/ছাত্রীদের ছবি ব্যবহার করে যারা ইতি মধ্যে অন্য প্রতিষ্ঠান থেকে আইএলটিএস কোর্স করে ৭ পয়েন্ট পেয়েছিলেন। জানা যায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া গ্রামের মোয়াজ্জেম হোসেন বিয়ানীবাজারের ইংলিশ ল্যাংগুয়েজ প্রতিষ্ঠান ‘বুস্ট’ থেকে গত ১২ নভেম্বরে আইএলটিএস পরীক্ষা দিয়ে পেয়েছিলেন ৭ পয়েন্ট এবং অন্যজন আজহার আহমেদ জিন্দাবাজরের হেক্সাসের ছাত্র/ছাত্রীদের ।সে ও ১২ নভেম্বরে আইএলটিএস পরীক্ষা দিয়ে পেয়েছে ৭ পয়েন্ট। প্রতিষ্ঠান গুলো তাদের আইএলটিএস সার্টিফিকেট সহ ছবি ব্যবহার করে তাদের ফেইসবুকে পাবলিশ করে ২৭ নভেম্বর। সে সব ছবি দেখে ফেইসবুক থেকে ছবি চুরি করে বিয়ানীবাজার হেক্সাস লিফলেট তৈরি করে বিতরণ করে গত বুধবার। বিয়ানীবাজার সরকারি কলেজের ছাত্র রাজিব বলেন, এসব ছবি আমি পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম পরে আমি একটি ‍লিফলেটের মধ্যে দেখি যে এইসব ছাত্রদের ছবি ব্যবহার করে নিজেদের প্রতিষ্ঠানের ছাত্র দাবি করছে বিয়ানীবাজারের ইংলিশ ল্যাংগুয়েজ প্রতিষ্ঠান হেক্সাস। এটি সম্পন্নভাবে ছাত্র/ছাত্রীদের প্রতারণা করছে বিয়ানীবাজার হেক্সাস। যা সম্পন্ন বেআইনি। আমি এসব প্রতারকদের শাস্তির দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *