ডিবি পরিচয়ে শ্রমিকদের বেতনের ৪০ লাখ টাকা ছিনতাই


ঢাকা প্রতিনিধি: রাজধানীর উত্তরায় ব্যাংক থেকে শ্রমিকদের বেতনের জন্য তোলা ৪০ লাখ টাকা ডিবি পরিচয়ে ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনার পর টাকা উত্তোলনকারী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানটির ম্যানেজার রাসেল হাওলাদার বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে উত্তরা ২নং সেক্টরে ঢাকা ব্যাংক উত্তরা অফিসের কাছাকাছি এ ঘটনা ঘটে। এর আগে টোকিও মোড লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতনের ৪০ লাখ টাকা ঢাকা ব্যাংক উত্তরা শাখা থেকে উত্তোলন করেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা। টাকা নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে প্রতিষ্ঠানের অফিসে ফেরার সময় পথে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া ব্রেকিংনিউজকে বলেন, ‘বুধবার দুপুর দেড়টার দিকে টোকিও মোড প্রতিষ্ঠানের ক্যাশিয়ার সাইদ মাহমুদ আল ফিরোজ ১ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ঢাকা ব্যাংক থেকে ৪০ লাখ টাকা উত্তোলন করেন। উত্তোলিত টাকা ব্যাগে ভরে মাইক্রোবাসে করে প্রতিষ্ঠানে আসার পথে বিমানবন্দর গোল চক্করে ইউটার্ন নেয়ার পর র‌্যাব-১ অফিসের কাছে পৌঁছে যানজটে আটকে যায়। ওই সময় চার ব্যক্তি মাইক্রোবাসের কাছে গিয়ে চালকের কাছে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। গাড়িতে তল্লাশি করার কথা বলে তারা জোরপূর্বক গাড়িতে উঠে পড়ে। এসময় গাড়িতে তিনি একাই ছিলেন।’ ওসি বলেন, ‘গাড়িতে উঠে তারা ক্যাশিয়ারের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। চালক রবিউলকে পিস্তল ঠেকিয়ে গাড়ি সামনের দিকে এগিয়ে নেয়ার নির্দেশ দেয়। গাড়িটি কুড়িল ফ্লাইওভারের নিচের রাস্তায় আসার পর থামাতে বলে। এসময় গাড়ি থেকে ওই চার ব্যক্তি দ্রুত নেমে টাকা নিয়ে অপর একটি গাড়িতে করে পালিয়ে যায়।’ টোকিও মোড প্রতিষ্ঠানে ম্যানেজার রাসেল হাওলাদার বলেন, ‘১৩ নম্বর রোডের অদূরেই ৫ নম্বর রোডে আমাদের প্রতিষ্ঠানের অফিস। এ কারণে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় শুধু ক্যাশিয়ারই গিয়েছিলেন। কিন্তু এভাবে যে টাকাগুলো ছিনতাই হবে তা আমরা ভাবতেও পারিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *