বাগেরহাটের মংলায় প্রকৃত সত্য তথ্যটির আড়ালে মিথ্যা তথ্যটি পরিবেশন করা ছিল প্রতিনিধির অজানা ভুল


সম্পাদক মন্ডলী: বাগেরহাট জেলার মংলা থানাধীন মাছমারা গ্রামে লুচিয়াদানা ধনি এবং রাজকুমার নামক ব্যক্তিদের পরিবেশনকৃত একটি সংবাদ গত ১০ই আগস্ট/১৭ অত্র অপরাধ তথ্যচিত্র পত্রিকায় প্রকাশ করা হয়। যাহা অত্র পত্রিকার প্রতিনিধিরা যথা সময়ে যথা স্থানে না যেয়ে তথ্যটি পরিবেশন করেছে মর্মে জানা যায়। যাহার সূত্র বরাতে তথ্যটির অনেক কথোপকথন এলাকাবাসী সূত্রে সম্পাদক মন্ডলী অবগত হয়, মূল তথ্যটি উঠে আসে নাই। সেহেতু অপরাধ তথ্যচিত্র পত্রিকার সম্পাদক মন্ডলীকর্তৃক সরজমিনে দেখতে পায় সম্পূর্ণ ভিন্নতার তথ্য চিত্র। প্রকৃত তথ্যটি লুচিয়াদানা ধনি এবং রাজকুমার নামক ব্যক্তিরা উদ্দেশ্যপ্রনোদিত ভাবেই অত্র পত্রিকার প্রতিনিধিদেরকে ভুল বুঝিয়ে তথ্যটি পরিবেশন করে। যাহাতে প্রকৃত তথ্যটি আড়ালে পড়ে যায়। এলাকাবাসী সূত্রে এবং সরজমিনে সম্পাদক মন্ডলীর তদন্তে ধরা পড়ে লুচিয়াদানা ও রাজকুমার পক্ষটি মামলা নিয়ে ব্যস্ততায় দিন কাটায়। পক্ষান্তরে যোসেফ ও সুমন সহ তার বোন এবং বৃদ্ধা মা উচ্চ পর্যায়ের সামাজিকতায় জীবন যাপন করে সে মর্মটি লুচিয়াদানা ও রাজকুমার পক্ষটি সহ্য করতে না পারার কারণেই হিংসাত্মক ভাবেই এই তথ্যটি পরিবেশিত হয়েছে মর্মে জানা যায়। এলাকার সচেতন মহল ব্যক্ত করে একজন সচিব কখনও এমন কোন কর্ম করতে পারে না যাহাতে তার ভাবমূর্তি কোন প্রকারে ক্ষুন্ন হতে পারে। তাছাড়া আরোও একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, মূল ঘটনাটি একে অন্যের মধ্যে পরস্পর ভুল বুঝাবুঝিমাত্র। তবে তারা সকলেই পরস্পর বংশধর। আরো একটি সূত্র থেকে জানা যায়, জোসেফ ও সুমন পক্ষ থেকে রাস্তার জন্য জায়গা ছেড়ে সহযোগিতা করেছে, যাহা তাহাদের জন্য অত্যান্ত মহানুভবতা। অত্র পত্রিকার সম্পাদক মন্ডলীর সরজমিন তদন্তে লুচিয়াদানা ও রাজকুমার পক্ষকে জানানো সত্বেও তাদেরকে সরজমিনে উপস্থিত পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *