পাবনার ফরিদপুরে ইটভাটায় অবাধে পুড়ছে কাঠ। হুমকীর মুখে পরিবেশ
ফরিদপুর প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলা সকল আইন লংঘন করে প্রকাশ্যে ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে। এছাড়া আবাসিক এলাকায় ভাটা করায় পরিবেশ দূষন হচ্ছে। অসাধু মহল ইটভাটার মালিক দের সঁেঙ্গ আতাঁত করে এ কাজ করছে। ফরিদপুর উপজেলা ও পাশ্ববর্তী উপজেলাসহ এলাকায় বিভিন্ন গ্রাম থেকে প্রতিনিয়ত কাঠ কেটে ইটভাটায় নিয়ে আসার ফলে গ্রামের বিভিন্ন প্রকার গাছ দিন দিন উজার হয়ে পরিবেশ হুমকি মুখে পড়ছে। তবে অজ্ঞাত কারনে প্রশাসন নীরব ভূমিকা পালন করায় ক্ষোপ প্রকাশ করেছে উপজেলার সচেতন মহল। অনুসন্ধানে জানা যায়, উপজেলায় বেশ কিছু ইট ভাটায় প্রতিনিয়ত পোড়ানো হচ্ছে হাজার হাজার মন কাঠ। কতিপয় অসাধু মহল রাতের অন্ধকারে প্রশাসনকে ম্যানেজ করে বিভিন্ন যানবাহনের মাধ্যমে ইট ভাটায় কাঠ নিয়ে যাচ্ছে। আর এ কাঠ গুলোকে ইট ভাটার মালিকরা ইট তৈরীর ডেম্বুতে পোড়াচ্ছে নির্বিচারে । ফলে একদিকে যেমন গাছ উজার হচ্ছে অন্যদিকে তাপমাত্রা বেড়ে পরিবেশ হুমকির মুখে পতিত হচ্ছে। রহস্য কি? তদন্ত হওয়া প্রয়োজন।