“বাংলাদেশের উন্নয়নে ভারত সদা প্রস্তুত” –হর্ষ বর্ধন শ্রিংলা
পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশের উন্নয়নের জন্য ভারত সহযোগিতায় প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। রবিবার (৩ ডিসেম্বর) পিরোজপুরের ভান্ডারিয়ায় ভারতীয় অর্থায়নে সুপেয় পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আপনাদের সোনার বাংলার স্বপ্ন, আমাদেরও স্বপ্ন। বাংলাদেশের উন্নয়নের জন্য ভারত আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত। আমরা অবশ্যই শান্তি ও সংহতিতে ভালো প্রতিবেশী দেশ হিসেবে একে অন্যের পাশে থাকব।’ এ সময় পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। ভারত সরকার সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে ভান্ডারিয়া পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের আওতায় ১১টি স্থানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করবে। ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘১৯৭১ সালে বঙ্গবন্ধুর উৎসাহে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সৈনিকদের রক্তদান দুই দেশের ঐক্যের একটি বড় অধ্যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী ভারতের সঙ্গে বাংলাদেশের একটি শক্তিশালী সম্পর্কের বীজ বপন করেছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এ সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছে গেছে। আশা করছি, আমাদের এই সম্পর্ক চিরদিন অবিচ্ছেদ্য থাকবে।’