জঙ্গিদের মাথাচাড়া দেয়ার কোনও সুযোগ নেই”–“বেনজির আহমেদ”
গোপালগঞ্জ প্রতিনিধি: জঙ্গিদের মাথাচাড়া দেয়ার কোনও সুযোগ নেই জানিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ বলেছেন, ‘বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি জঙ্গিমুক্ত রাখা হবে। জঙ্গিরা মাথা উঁচু করলেই তাদের ধ্বংস করে দেয়া হবে।’ শনিবার (০২ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ সুইমিংপুল ও জিমনেসিয়াম অডিটরিয়ামে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র্যাব মহাপরিচালক এসব কথা বলেন। আসছে জাতীয় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেনজির বলেন, ‘ইলেকশন কমিশনার নিবার্চন পরিচালনা করবে। ইলেকশন কমিশনের দায়িত্ব পালনে আমরা কাজ করব। তবে এ বিষয় নিয়ে এখনও কথা বলার মতো কোনও পরিস্থিতি সৃষ্টি হয়নি। এসময় তিনি আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ফাইনালে গোপালগঞ্জ জেলা দল ঢাকা জেলা দলকে ২১-১৫ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়বক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার ও পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।