১৮ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ


মোঃ তাছবিরুল ইসলাম তন্ময় কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কটকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১৮ কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও শাল চাদর উদ্ধার করেছে কোস্ট গার্ড সদস্যরা। পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেঃ আব্দুল্লাহ আল মাহমুদ জানান, বুধবার ভোর ৪টার দিকে বাগেরহাট শরণখোলা উপজেলার কটকা এলাকায় কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি টহল টিম শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আসা ভারতীয় মালামালসহ একটি কাঠের বোট ও ৮টি সিলিন্ডার বোট আটক করে। এসময় বোটে থাকা চোরাকারবারীরা গোপনে পালিয়ে যায়। এরপর বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৭ কোটি ৭৫ লাখ টাকার বিলাসবহুল ২১ হাজার ১৬৬টি শাড়ি, ২শ’ ২টি লেহেঙ্গা ড্রেস ও ৭শ’ ৭৭টি ভারতীয় শাল চাদর উদ্ধার করে। তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি চোরাচালান নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *