ভারতে পাচারের সময় বেনাপোলে ২০ টি সোনার বার সহ ২ ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা


বেনাপোল সংবাদদাতা: ভারতে পাচার কালে বেনাপোল আর্ন্তজাতিক কাস্টমস চেকপোস্ট এলাকা থেকে আজ শুক্রুবার সকালে আবারো ২০টি সোনার বার সহ ২ জন ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা। সোনার বার গুলো তাদের পেটের ভেতর থেকে বের করা হয়। এনিয়ে গত ২ দিনে ৩০ টি সোনার বার সহ ৪ পাচারকারী আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন,ভারতের দিল্লীর ইকবাল নগর এলাকার নুরুল হকের ছেলে নাসিরুল হক (৩৮)ও বিহারের উওর নগর এলাকার মাহিন্দার ভার্মার ছেলে সঞ্জীব ভার্মা (৩৫) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টকে নিরাপদ রুট হিসেবে এরা পাসপোর্ট যোগে সেনাা পাচার করে আসছিল দীর্ঘদিন ধরে। বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের ডেপুটি কমিশনার মো: আব্দুস সাদেক জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম বেনাপোল আর্ন্তজাতিক কাস্টমস চেকপোস্ট এলাকা থেকে ভারতগামী পাসপোর্ট যাত্রী নাসিরুল হক ও সঞ্জীব ভার্মাকে আটক করা হয়। পরে তাদের পেটের ভেতর থেকে ১০ পিচ করে ২০ পিচ সোনার বার জব্দ করা হয়। আটক সোনার মূল্য ১ কোটি টাকা বলে গোয়েন্দা কর্মকর্তা জানান। আটক সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *