চুয়াডাঙ্গায় ৪০০ বস্তা চোরাই চাল বোঝায় ট্রাকসহ দুজন আটক


হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার সদর থানা পুলিশ সদর উপজেলার ঝোড়াঘাটা গ্রামের আনারের বাড়ীতে অভিযান চালিয়ে ৪০০ বস্তা চোরাইল চাল বোঝাই ট্রাক উদ্ধার করেছে। এসময় জড়িত সন্দেহে চোরাই চাল ক্রেতা সজিব (৩০) ও ট্রাক হেলপার টিপু (২২) সহ দুইজনকে আটক করা হয়েছে। তবে ট্রাক চালক সুমন ওরফে শাহিন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। শুক্রবার দিনগত রাত ১টার দিকে এই চোরাই চাল ও ট্রাকসহ দুজনকে আটক করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিকে জানতে পারে যশোর নওয়াপাড়া থেকে (যশোর-ট ১১-৩০৫৩) ট্রাকে ৪০০ বস্তা চাল বোঝাই করে নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছে ট্রাক চালক সুমন ওরফে শাহিন চুয়াডাঙ্গা সদর উপজেলার আনারের জামাই সজিবের গোডাউনে চালের বস্তা গুলো নামিয়ে রাখে। এ সময় সেখানে পুলিশ অভিযান চালাতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক সুমন ওরফে শাহিন পালাতে সক্ষম হলেও ট্রাকের হেলপার টিপু(২২) ও চাল ক্রেতা আনারের জামাই সজিবকে (৩০) হাতেনাতে আটক করা হয়। সেই সঙ্গে উদ্ধার করা হয ৪০০ বস্তা চাল ও ট্রাক। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরো জানান, ট্রাক চালক প্রকৃত মালিকের বিক্রি করা চালের চালান ট্রাকে বোঝাই করে গোপনে চাল বিক্রি করার জন্য কৌশল অবলম্বন করে এবং তার ছক অনুযায়ী চালের প্রকৃত মালিকের কাছে না নিয়ে সজিবের কাছে বিক্রি করতে আসে।
এদিকে, চাল ক্রেতা ঝোড়াঘাটা গ্রামের আনারের জামাই সজিব জানায় সম্প্রতি ঝিনাইদহের ডাকবাংলার জোহান এগ্রো লিমিটেডে চাল কিনতে গিয়ে সুমন ওরফে শাহিনের সঙ্গে পরিচয় হয়। সেই সুবাদে গত শুক্রবার সকালে সুমন ওরফে শাহিন, সজিবকে মোবাইল ফোনে চাল কেনার কথা বললে সে রাজি হয় এবং চাল গুলো কিনে নেয়। তবে পুলিশ ট্রাকসহ চাল আটক করায় সজিব জানতে পেরেছে সুমন ওরফে শাহিন চুরি করে চাল বিক্রি করেছে। তবে, খোঁজ নিয়ে জানা গেছে সজিব ও সুমন ওরফে শাহিন এমন চোরাই চাল কেনাবেচার সিন্ডিকেটের সঙ্গে জড়িত। সজিবের জিজ্ঞাসাবাদ করলে চাল চোরাই কাহিনীর আসল রহস্য উদঘাটন হতে পারে। # #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *