বারী সিদ্দিকীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


ঢাকা প্রতিনিধি: প্রখ্যাত সঙ্গীত শিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষন একজন জনপ্রিয় বাংলা লোক সঙ্গীত শিল্পীকে হারালো। তিনি আরও বলেন, যতদিন লোক সঙ্গীত থাকবে ততদিন বারী সিদ্দিকী বেঁচে থাকবেন। প্রধানমন্ত্রী মরহুমের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। বৃহস্পতিবার রাত দুইটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েকদিন আগে থেকেই অসুস্থ হয়ে আইসিইউতে ছিলেন ‘পূবালী বাতাসে’র এ শিল্পী। সেখানে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। স্কয়ার হাসপাতালের নেফ্রোলজি বিভাগের চিকিৎসক ডা. আবদুল ওহাব খানের তত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার দুটি কিডনি অকার্যকর। বহুমূত্র রোগেও ভুগছিলেন এ শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *