কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টিতে বাল্য বিবাহ পড়ানোর দায়ে ঈমামকে ১ মাসের কারাদন্ড
আহসান হাবিব লেলিন জেলা প্রতিনিধি (কুষ্টিয়া): কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের রামদিয়া গ্রামের পিএসসি পরীক্ষার্থীর বাল্য বিবাহ পড়ানোর দায়ে রামদিয়া জামে মসজিদের ঈমাম মোঃ ইয়াকুব আলী কে ভ্রাম্যমান আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে । জানাগেছেপ্রতিদিনের ন্যায় পিএসসি পরীক্ষায় কেন্দ্র পরিদর্শনে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীনুজ্জামান পান্টি কেন্দ্রে যায়। পরিদর্শন কালে সামনের বেঞ্চের পরীক্ষার্থীকে অনুপস্থিত দেখে জানতে চান এই পরীক্ষার্থী কেন আসে নি। ঐ সময় জানতে পারে উক্তপি এসসিপরীক্ষার্থীর গতরাতে বিয়ে হয়েগেছে। বাল্য বিবাহ দেওয়ার অপরাধে পান্টি ইউনিয়নের চেয়ারম্যানকে তলব করেন। এ সময় ৫ ম শ্রেনীর শিশুর বাল্যবিবাহ পানোর অপরাধে রামদিয়া জামে মসজিদের ঈমাম কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন উপজেলা নির্র্ববাহী ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনুজ্জামান। ভ্রাম্যমান আদালতে জানানো হয়, বাল্যবিবাহের সাথে জড়িত সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনাহবে। এ বিষয়ে জানতে চাইলে পান্টি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান বলে, বাল্য বিবাহের বিষয়ে আমার জানা ছিলনা। শুধু মসজিদের ঈমাম কেন? বাল্য বিবাহের সাথে জড়িত সকলকেই আইনের আওতায় আনা উচিত। সমাজে দৃষ্টান্ত হয়ে থাকুক এমনটাই আমার ইচ্ছা।তিনি উপজেলা নির্বাহী কে ধন্যবাদ জানা।