মানিকগঞ্জ সদরে পোড়রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা ছাড়াই ময়দানে হারমোনিয়ামের সুরে জাতীয় সংগীত হচ্ছে!
ভ্রাম্যমান প্রতিনিধি : মানিকগঞ্জ সদরে পোড়রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা ছাড়া জাতীয় সংগীত পরিবেশন, যাহা জাতিকে অসম্মান ছাড়াও সরকারকেও অসম্মান করা হচ্ছে। উর্দ্ধতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতির কারণেই এই অবমাননাকর কর্মকর্তব্য পালন করা সম্ভব হচ্ছে মর্মে এলাকাবাসী ব্যক্ত করে। অত্র অপরাধ তথ্যচিত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় সরেজমিন পর্যবেক্ষনে দেখতে পায় প্রধান শিক্ষিকা পারভীন আক্তার হারমোনিয়ামের পাশে দাড়িয়ে অনান্য শিক্ষক/শিক্ষিকাদের সঙ্গে অবস্থানরত আছেন। প্রধান শিক্ষিকার সাক্ষাতে জাতীয় পতাকা ছাড়া জাতীয় সঙ্গীত পরিবেশন করার বিধান আছে কি না মর্মে জানতে চাইলে কোন সঠিক উত্তর পাওয়া যায় নাই। একপর্যায়ে প্রধান শিক্ষিকা ব্যক্ত করে জাতীয় পতাকার বাঁশ না থাকার কারণে আপাততঃ জাতীয় পতাকা ছাড়াই জাতীয় সঙ্গীত বা এ্যাসেম্বীলি করছি।
(বিস্তারিত আকারে আগামীতে)