মাগুরায় লীড ব্যাংক পদ্ধতিতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


মাগুরা প্রতিনিধি: লীড ব্যাংক পদ্ধতিতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও পরিপালন বিভাগ পূবালী ব্যাংক লিমিটেড এর সহযোগিতায় পূবালী ব্যাংক মাগুরা জেলা শাখা এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও ফরিদপুর অঞ্চলের প্রধান নান্না শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের উপ-মহাব্যবস্থাপক দুলাল চন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও উপ-প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিচালনা কর্মকর্তা নিতিশ কুমার রায়, পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চলের প্রধান নরেশ চন্দ্র বসক, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের যুগ্ম পরিচালক মোহম্মদ মাহবুবুল আলম প্রমুখ। কর্মশালায় মাগুরা ও নড়াইল জেলার ২৬টি ব্যংকের ৭০ জন কর্মকর্তা অংশ নেন। কর্মশালায় জানানো হয়, মানিলন্ডারিং প্রতিরোধসহ সন্ত্রাসীরা যাতে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে না পারে এ জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের মানিলন্ডারিং প্রতিরোধ ব্যবস্থা সম্প্রতি আন্তজার্তিকভাবে স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি ধরে রাখার জন্য ব্যাংকের কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পলনের উপর গুরুত্ব আরোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *