সুজানগরে অপহরণের প্রায় ২ মাস পর আসামী মামুনের স্বীকারুক্তিতে কলেজ ছাত্র রবিউলের লাশ উদ্ধার
এম মনিরুজ্জামান: পাবনার সুজানগরের মানিকহাট ইউনিয়নের উলাট গ্রাম থেকে শুক্রবার সকালে অপহরণের প্রায় ২ মাস পর কলেজ ছাত্র রবিউলের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায় সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজের বি.বি.এ ২য় বর্ষের কৃতিছাত্র ও উলাট গ্রমের আব্দুল মালেক শেখের ছেলে রবিউল ইসলাম (২৫) গত ২ মাস ধরে নিখোঁজ ছিলো। তার ভাই নজরুল ইসলাম এ প্রতিবেদক কে জানান গত ২০ সেপ্টেম্বরে রবিউল ইসলাম নিখোঁজ হয়, ২১ সেপ্টম্বর সুজানগর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়, ২৭ সেপ্টেম্বর দুপুরে একটি মুঠো ফোন থেকে ৫০ লাখ টাকার মুক্তিপন দাবী করে, মুক্তিপনের টাকা না দিলে রবিউল কে হত্যা করার হুমকি দেয়। আমরা ১৫ লাখ টাকা দিতে রাজি হই, এর পর থেকে আমাদের সাথে আর কোন যোগাযোগ করেনি অপহরণকারীরা। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল হক জানান আসামী একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মামুন হোসেন (২৪) কে তথ্যপ্রযুক্তির মাধ্যমে বৃহস্পতিবার পাবনা থেকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বিল্লাল জানান রবিউল হত্যাকান্ডের ঘটনায় গত ২ মাস যাবত কয়েক জন কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু নিখোঁজ রবিউলের কোন সন্ধান পাওয়া যায়নি, এ দিকে পুলিশের হাতে তেমন কোন ক্লু ছিল না। তবে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘটনায় জড়িত মূল আসামী মামুনকে আটক করে জিজ্ঞাবাদ করা হলে মামুন রবিউল হত্যার জড়িত ও লাশ কোথায় রেখেছে তা স্বীকার করে। আসামী মামুনের দেয়া স্বীকারুক্তির ভিত্তিতে তার বাড়ীর শোবার ঘরের মেঝের প্রায় ৩ হাত মাটির নিচ থেকে রবিউলের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আমরা ধারণা করা হচ্ছে নিহত রবিউলকে শ^াসরোধে হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।