সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ভেস্তে যেতে বসেছে গল্পই সার শিক্ষা প্রদানের খবর নাই
ভ্রাম্যমান প্রতিনিধি: ঢাকা শহরের ঐতিহ্যবাহী স্থান লালবাগ। সেই লালবাগ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অবহেলা ও গাফিলতির কারণে স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়া ভেস্তে যেতে বসেছে। সরেজমিন পর্যবেক্ষণে দেখা যায়, প্রধান শিক্ষিকা সফিনা খাতুন এবং সহকারি শিক্ষক শাহিনূর রহমান খোশ গল্পে মেতে আছে। যদিও তখন সকাল ৯টায় ক্লাসরুমে না যেয়ে অফিস রুমে খোশ গল্পে লিপ্ত আছে। এলাকার সচেতন মহল ব্যক্ত করে গল্পই সার। লেখাপড়ার নামে কোন অগ্রগতি নেই। এক পর্যায়ে স্কুল শিক্ষকের হাজিরা খাতায় দেখা যায় আগমন-প্রস্তানের বালাই নেই। অফিসে সাংবাদিকদের প্রবেশে খোশগল্প থেকে তড়িগড়ি করে অফিস রুম ত্যাগ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। যাহা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনার্থে অত্র তথ্যটি প্রকাশ করা হলো।