নারায়ণগঞ্জ বন্দরের ঋৃষিপাড়ায় কোনভাবেই ঠেকানো যাচ্ছেনা বাল্যবিবাহ
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ বন্দরের ঋৃষিপাড়া এলাকায় বাল্যবিবাহ কোনভাবেই ঠেকানো যাচ্ছেনা। বাংলাদেশ সরকারের কার্যক্রমের সঙ্গে একাতœতা প্রকাশ করে ঋৃষিপাড়া পঞ্চায়েত কমিটি বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালণ করলেও এক শ্রেণীর বখাটের দল পঞ্চায়েত কমিটির ভাবমূর্তি ক্ষুন্ন করতে নিষিদ্ধ এসব বাল্যবিবাহে উৎসাহ প্রদান করছে। কিছুদিন আগেও বন্দর উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় জনৈক বাবুল দাসের কণ্যা রিয়া দাসকে বাল্যবিবাহের কবল থেকে রক্ষা করে বিরল দৃষ্টান্ত স্থাপন করে ঋৃষিপাড়া পঞ্চায়েত কমিটি। পঞ্চায়েত কমিটির কর্মকান্ডে ইর্ষান্বিত হয়ে বিবেক বিবর্জিত ও বিতর্কিত কতিপয় অসাধু ব্যাক্তি নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কমিটি থেকে বিতাড়িত হয়ে চক্রটি কেবল বাল্যবিবাহ’ই নয় এলাকায় মাদক সন্ত্রাসসহ নানা প্রকার অপরাধমূলক কর্মকান্ডের উৎসাহদাতা হিসেবে কাজ করছে। এ ব্যাপারে ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি সুনীল চন্দ্র দাস জানান,আমাদের পঞ্চায়েত কমিটির কড়াকড়ি নির্দেশ রয়েছে প্রাপ্ত বয়স ব্যাতিত কোন ছেলে-মেয়েদের যেন তার বাব মা বিয়ে না দেন। তাহলে তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়া হবে। সাধারণ সম্পাদক বলরাম চন্দ্র দাস জানান,ঋৃষিপাড়া পঞ্চায়েত কমিটি সর্বদাই বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার। কেউ কেউ আমাদের বিপক্ষে অপপ্রচার চালাচ্ছে কারা কেবল সমাজের নয় গোটা জাতির শত্রু। সংখ্যালগু এই সমাজ রক্ষার্থে বন্দর থানা ও উপজেলা প্রশাসনসহ নারায়ণগঞ্জ-৫ আসনের অভিভাবক সাংসদ সেলিম ওসমানের আশু হস্তক্ষেপ কামনা করছে।