সুন্দরবনে কোস্টগার্ড বাহিনীর অভিযানে ৪ টি হরিণের চামড়া উদ্ধার
মনির হোসেন,মংলা (বাগেরহাট): বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের নলিয়ান স্টেশনের অপারেশন টিমের সদস্যরা সোমবার দুপুরে সুন্দরবন সংলগ্ন দাকোপের মুজুখালি শিবসা বনবিভাগের অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ টি হরিণের চামড়া উদ্ধার করেছে। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর সোয়া ৩টার দিকে খুলনা জেলার দাকোপ থানার মুজুখালি শিবসা বনবিভাগের অফিস সংলগ্ন এলাকায় একটি পাচারকারী চক্র হরিণের চামড়া পাচারের চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড বাহিনীর সদস্যরা। এ সময় কোস্টগার্ড বাহিনীর উপস্হিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারী দলের সদস্যরা। ঘটনাস্হল থেকে ৪ টি হরিণের চামড়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হরিণের চামড়া পরবর্তী আইনানুগ ব্যবস্হা গ্রহনের জন্য শিবসা বনবিভাগ অফিসে হস্তান্তর করা হয়েছে। জানতে চাইলে,কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকা সমূহে বন্যপ্রাণী পাচারকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে।