কুষ্টিয়ার মিরপুর রেল ষ্টেশনে ট্রেনে কেটে রংপুর সেনা নিবাসে ১৫/২০ সার্পোট ব্যাটালিয়নে এক সেনা সদস্যের মৃত্যু ।


আহসান হাবিব লেলিন (কুষ্টিয়া) জেলা ব্যুরো চীফ : কুষ্টিয়া জেলার মিরপুর রেলওয়ে ষ্টেশনে ট্রেনে কাটা পড়ে আমলা খামার পাড়ার গ্রামের সেনা সদস্য মানিক (২৪)এর মৃত্যু হয়েছে। মিরপুর ষ্ট্রেশন মাষ্টার জানান, সকালে দেখতে পাওয়া যায় অজ্ঞান একজনের লাশ ষ্ট্রেশনের উত্তর পাশে শেষ প্রান্তে পড়ে রয়েছে, এ সময় মিরপুর থানা ও জিআরপি থানা পোড়াদহকে অবগত করলে তারা লাশটার বিষয় প্রচার করে। পরে পরিচয় পাওয়া যায় যে সেনা সদস্য মানিকের লাশ।তাহার আত্তীয় সূত্রে জানান, রংপুর সেনা নিবাসে ১৫/ ২০ সার্পোট ব্যাটালিয়নে চাকরী করা কালিন মানিক ২২ অক্টোবর হতে ৩০ শে নভেম্বর পর্যন্ত খুলনা জাহানাবাদে ট্রেনিং করছিল। বিশেষ কারণে গত বৃহস্পতিবার ২ দুদিনের ছুটিতে ট্রেন যোগে বাড়িতে আসার পথে সম্ভব্য ট্রেনে ঘুমিয়ে পড়ার কারণে পোড়াদহ রেলওয়ে ষ্ট্রেশনে নামতে পারেনি। এবং যথন ঘুম থেকে জাগে তথন গন্তব্য ছেড়ে আসে এবং মিরপুর ষ্ট্রেশনে থাকবে না জেনে ট্রেন থেকে লাফ দেয় এবং লক্ষভূষ্ট হয়ে ট্রেনের নিচে পরে মৃত্যু বরন করেন বলে মন্তব্য করেন পুলিশ ও স্থানীয়রা। মানিক সেনা সদস্য হিসাবে প্রায় ৪ বছর চাকুরী করছে। নিহত”র বাড়ী মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খামার পাড়া গ্রামের ব্রেকারী ব্যবসায়ী আলমগীর হোসেন বাবুর পুত্র মানিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *