নোয়াখালীতে ভিন্ন ভিন্ন অভিযানে বিদেশী পিস্তল, স্বর্ন,ও ১২শ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র্যাব-১১ ও পুলিশ
নাজিম উদ্দিন মিলন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর পৃথক তিনটি স্থান থেকে মঙ্গলবার রাতে বিদেশী পিস্তল, স্বর্ন, নগদ ৩ লাখ টাকা, মটর সাইকেল ও ১২শ ৪২ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র্যাব-১১ ও বেগমগঞ্জ থানা পুলিশ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিদেশী পিস্তুলসহ হাসান (ইয়াবা হাসান) (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী নাইন এম এম পিস্তুল ও ৩শ পিস ইয়াবা জব্দ করা হয়। মঙ্গলবার রাতে ওই উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ভানুয়াই গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত হাসান পৌরসভার ভানুয়াই গ্রামের রুহুল আমিনের ছেলে। র্যাব -১১ কোম্পানী অধিনায়ক সিনিয়র এএসপি জসিম উদ্দিন চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত হাসানের কাছ থেকে বিদেশী নাইন এম.এম পিস্তুল ও ৩শ পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। অপর দিকে চৌমুহনীর দিকে আসার পথে সেনবাগে ছমিরমুন্সিরহাট বাজারে সিরাজুল ইসলাম পাটোয়ারী ওরুপে (বোমা সিরাজ) কে ৯০০ পিস ইয়াবা এবং একটি হোন্ডা সহ গ্রেফতার করে। সিরাজুল ইসলাম পাটোয়ারী উপজেলা কাবিলপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও জামিনে এসে সে পুনরায় ইয়াবা ব্যবসা শুরু করে। এ দিকে একই সময়ে বেগমগঞ্জ থানা পুলিশ চৌমুহনী সিঙ্গাররোড থেকে করিমপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে কবির ওরফে চোরা কবিরাকে ৪২ পিচ ইয়াবাসহ আটক করেছে। তার বিরুদ্ধেও মাদক আইনে একাধিক মামলা রয়েছে এবং প্রত্যেকেই এসব ঘটনায় বর্তমানে মাদক আইনের মামলায় জামিনে রয়েছে। মঙ্গলবারে রাতে আটকের পর প্রত্যেকটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে।
র সফর