‘‘আমি দেশের স্বার্থে খালেদাকে বর্জন করে হাসিনার সঙ্গে ঐক্য করেছি” :জাসদ সভাপতি হাসানুল হক ইনু


কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামী লীগকে এক টাকার আশি পয়সার সঙ্গে তুলনা করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আওয়ামী লীগকে যদি আশি পয়সা ধরি তাহলে এরশাদ, দিলীপ বড়ুয়া, মেনন আর ইনু মিলে বাকি বিশ পয়সা। তবে বিশ পয়সা হাতে না থাকলে আশি পয়সা নিয়ে রাস্তায় ঘুরতে হবে আওয়ামী লীগকে। এক হাজার বছরেও ক্ষমতার মুখ দেখতে পারবে না।’ বুধবার (০৮ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার মিরপুরে জাসদ আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইনু এমন মন্তব্য করেন। মহাজোটের ঐক্যের প্রসঙ্গ টেনে জাসদ সভাপতি ইনু বলেন, ‘ঐক্য প্রশ্নে আমি একটি কথাই বলব, এক টাকা চেনেন তো? একশ পয়সায় এক টাকা। আপনার আশি পয়সা থাকতে পারে, তাই বলে কিন্তু আপনি এক টাকার মালিক না। নিরানব্বই পয়সা থাকতে পারে, তখনও আপনি এক টাকার মালিক না। যতক্ষণ এক টাকার মালিক না হবেন, ততক্ষণ ক্ষমতা পাবেন না। এবং সেটি এক হাজার বছরেও না।’ ইনু বলেন, ‘আমি দেশের স্বার্থে খালেদাকে বর্জন করে হাসিনার সঙ্গে ঐক্য করেছি। যে যাই ভাবুক বলুক- জাসদ ঐক্যের মর্যাদা রাখবে। কারণ আমরা জাসদ করি, কিন্তু দলবাজি না।’ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই মন্ত্রী আরও বলেন, ‘জাসদ মারামারি-হানাহানি চায় না, শান্তি চায়। আমাদের এই চাওয়াকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। বলে দিতে পারি- জাসদের যে শক্তি ও লাঠি আছে তা নিয়ে যে রাস্তায় নামবে সে রাস্তায় শুধু জাসদই থাকবে। আর কেউ কিন্তু সে রাস্তায় থাকতে পারবে না।’ গত ১ নভেম্বর কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে জাসদকে ‘ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার’ বলে উল্লেখ করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এসময় তিনি হাসানুল হক ইনুরও তীব্র সমালোচনা করেন। এরই পরিপ্রেক্ষিতে বুধবার মিরপুরের সমাবেশে ইনুর দেয়া বক্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্ব পায়। নিজের মন্ত্রীত্ব নিয়ে ইনু বলেন, ‘কেউ কেউ বলেন, আমি নাকি আওয়ামী লীগের দয়ায় মন্ত্রী হয়েছি। স্পষ্ট করে বলে দিতে চাই- প্রধানমন্ত্রী বিশ্বাস করে আমাকে মন্ত্রী বানিয়েছেন। আমি সেই বিশ্বাসের যথাসাধ্য মর্যাদা দিয়েছে।’
সমাবেশে মিরপুর উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রিনা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *