রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী ৪ দেশের সঙ্গে বৈঠকে বসেছেন
ঢাকা প্রতিনিধি: রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের প্রতিবেশী ৪ দেশ- চীন, ভারত, থাইল্যান্ড ও লাউসের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার বেলা ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়েছে। জানা গেছে, বৈঠকে হত্যা-নির্যাতনের মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ইস্যুতে আলোচনা চলছে। দীর্ঘ দিনের বৈষম্য, হত্যা ও নির্যাতনকে কেন্দ্র করে গত ২৫ আগস্ট মুসলিম রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনির সঙ্গে রোহিঙ্গা বিদ্রোহীদের সংঘাত শুরু হয়। এতে নিরাপত্তা বাহিনির ১২ সদস্যসহ শতাধিক রোহিঙ্গা নিহত হন। এরপর নিড়িহ রোহিঙ্গাদের ওপর পাশবিক নির্যাতন শুরু করে সামরিক জান্তা। সহিংসতার হাত থেকে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। শরণার্থীর স্রোত এখনও অব্যাহত আছে। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিপীড়ন চলে আসছে কয়েক দশক ধরে। গত ২৫ অাগস্টে পর এখন পর্যন্ত ৬ লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জাতিসংঘের পক্ষ থেকে বলা হচ্ছে। রোহিঙ্গাদের গ্রামে গ্রামে ওই সহিংসতাকে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে চিহ্নিত করে এর সমালোচনা করে আসছে জাতিসংঘ।