ইসলামপুরে ইমারত নির্মান আইন অমান্য ॥ পৌর এলাকায় অবৈধ ভবন নির্মাণ চলছে!
ওসমান হারুনী: ইসলামপুর পৌরসভার নিষেধাজ্ঞা অমান্য করে পৌর এলাকার কিংজাল্লায় বহুতল ভবন নির্মাণের কাজ চলছেই। অভিযোগে জানা গেছে,ইসলামপুর পৌর এলাকায় স্বাভাবিক বসবাসের মারাত্ব বিঘœ সৃষ্টি করাসহ ইমারত নির্মাণ আইন ও বিধিমালা অমান করে পৌর এলাকার ইসলামপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন কিংজাল্লা গ্রামে আঃওয়াহেদ নামে এক ব্যাক্তি বহুতল ভবন নির্মাণ করছে।
রোববার খোঁজ নিয়ে জানা গেছে,বহুতল ভবনটি নিমার্ণে পৌর কর্তৃপক্ষের কোন অনুমতি বা ছাড় পত্র নেওয়া হয়নি। ভবনটি নির্মাণের কাজ চলার ফলে ইতোমধ্যে পরিবেশের বিরুপ প্রভাব পড়েছে প্রতিবেশী পরিবারের মধ্যে। অভিযোগে জানা যায়,নির্মাণাধীন ভবনের জায়গায় ভূমির সঠিক ব্যবহারের নীতি মালাও অনুসরণ করা হয়নি। ফলে ভবন নির্মাণ চলাকালেই সামান্য বৃষ্টি হলেই প্রতিবেশী বাড়িতে পানি ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি করছে। এতে প্রতিবেশীদের স্বাভাবিক বসবাসের মারাত্বক বিগ্ন সৃষ্টি হচ্ছে।
এব্যাপারে ভোক্তভোগী প্রতিবেশী আলী হোসেনের পক্ষে ইঞ্জিনিয়ার মো:জসীম উদ্দিন গত ১১জুলাই ইসলামপুর পৌরসভা কর্তৃপক্ষকে লিখিত ভাবে অবহিত করেন। পৌর কর্তৃপক্ষ গত ৩আগষ্ট শুধু বিনা অনুমতিতে/অবৈধভাবে নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করণের নোটিশ দিলেও ভবন নির্মাণকারী আব্দুল ওয়াহেদ উক্ত নোটিশের কোন তোয়াক্কা না করে রাতা রাতি ইতো মধ্যে দু’তালা পর্যন্ত ইট গেতে ফাউন্ডেশনের ছাদ ঢালাইয়ের পায়তারা করছে।