ঝিনাইদহের সিও সংস্থার পক্ষ থেকে রোহিঙ্গা শরনার্থীদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর নিকট শীত বস্ত্র কম্বল হস্তান্তর
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের সিও সংস্থার পক্ষ থেকে রোহিঙ্গা শরনার্থীদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর নিকট শীত বস্ত্র হস্তান্তর করা হয়েছে। গত শুক্রবার বিকালে কক্্রবাজার উখিয়ার ফারির বিল আলিম মাদ্রসা প্রাঙ্গনে পালংখালী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে রোহিঙ্গা শরনার্থীদের জন্য ঝিনাইদহের সিও সংস্থার পক্ষ থেকে সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম ৫৫৫ টি শীত বস্ত্র কম্বল রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের বাংলাদেশ সেনাবাহিনীর নিকট শীত বস্ত্র হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন বে-সরকারী সেচ্ছাসেবী মানব কল্যাণ- সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম,বে-সরকারী সেচ্ছাসেবী মানব কল্যাণ-সিও প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য আ.শ.ম আমানুল হাসান তাইমুর,সাংস্কৃতিক কর্মী উজির হোসেন,ত্রানবিতরণ বিষয়ক প্রকল্প সমন্বয়কারী নাজনীন সুলতানা হ্যাপী ও সহকারী প্রকল্প সমন্বয়কারী সাইফুল ইসলাম প্রমূখ।