চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স কমানোর আন্দোলনে সাধারণ সম্পাদকের মাথায় অস্ত্র ঠেকিয়ে হুমকি
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স কমানোর আন্দোলনের নেতা করদাতা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক আমির উদ্দিনকে মাথায় অস্ত্র ঠেকিয়ে আন্দোলন থেকে সরে যেতে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। আমির উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব অ্যাডুকেশন রিসার্চের সহযোগী অধ্যাপক। হুমকিদাতা ছাত্রলীগকর্মীরা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের অনুসারী বলে পরিচিত। এ বিষয়ে রবিবার (৫ নভেম্বর) ভুক্তভোগী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে আমির উদ্দীন বলেন, ‘রবিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিজের কার্যালয়ে কাজ করার সময় ১০-১৫ জন যুবক নিজেদের নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচয় দিয়ে তাদের নেতার বিরুদ্ধে কেন আন্দোলন করছি তা জানতে চান। আমি বলেছি আমি তো কারো বিরুদ্ধে আন্দোলন করছি না। এটা সামাজিক আন্দোলন। এসময় তারা অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এর মধ্যেই তাদের মধ্যে একজন আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে দিবে না বলে হুমকি দেয়।’ অভিযোগের বিষয়ে সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’