খানসামায় আরসিসি ড্রেন নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি
মো: মোজাফফর হোসেন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার খানসামা উপজেলা হাট উন্নয়ন তহবিলের ১৫ লাখ টাকার আরসিসি ড্রেন নির্মাণের কাজে ব্যাপক ঘাবলা। জানা গেছে, টেন্ডারে ঠাকুরগাঁও হরিহরপুরের ফিরোজ বিশ্বাস ঠিকাদার পাকেরহাটের আরসিসি ড্রেন নির্মাণ কাজটি পেলেও স্থানীয় প্রভাবশালী কথিত ঠিকাদারের চাপে কাজটি ৩ লাখ টাকায় বিক্রি করেছেন বলে জানা যায়। হাট উন্নয়নের উক্ত নির্মাণ কাজটি হাত বদলের ফলে প্রভাবশালী কথিত ঠিকাদারগণ ড্রেন নির্মাণে ব্যাপক ঘাবলা করেছেন। সিডিউল মত কাজ না করে অর্থাৎ সেন্টার টু সেন্টার ৬” ইঞ্চি রডের পরিবর্তে ১০” ইঞ্চি পর পর ১২ মিলি: রডের পরিবর্তে ১০ মিলি: নরমাল রড দিয়ে এ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। নির্মাণ কাজ পরিদর্শনে থাকা উপ-সহকারী প্রকৌশলী এলজিইডি খানসামা আমিনুল ইসলামও হতবাগ হয়ে মুখ বন্ধের দৃশ্যই স্ব-চক্ষে দেখা যায়। পাকেরহাট গ্রোয়াস মার্কেট হতে আওয়ামীলীগ অফিসের সামনে দিয়ে জাকির মার্কেট হয়ে বেলান নদী পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ হওয়ার কথা কিন্তু সরেজমিন দেখা গেঝে ভিন্ন চিত্র। হাত বদল হয়ে এসব ঠিকাদারী নির্মাণ কাজ এলাকার সচেতন নাগরিকগণ পছন্দ করেন না। অপরদিকে সরকারে উন্নয়নের সৎ ইচ্ছাকে ব্যহত করেন এসব ঠিকাদাররা। টেকশইবিহীন নির্মাণ ও উন্নয়ন কাজে ধোঁকা দেওয়াই হচ্ছে এসব ঠিকাদারের কাজ। এ অনিয়ম ব্যাপারে উপজেলা প্রকৌশলী সুবীর কুমার সরকারের সাথে কথা হলেও কাজে ঘাবলার বিষয়টি তিনি এড়িয়ে যান। উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলামকে এহেনো গরহিত কাজে চোখে দেখা মাত্র অনুমান করা সম্ভব হলেও উপায় নেই বলে তিনিও এড়িয়ে যান