রাজশাহীর তানোরে হেরোইন নিয়ে পুলিশের ইঁদুর-বিড়াল খেলা
তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে হেরোইন আটক নিয়ে থানা পুলিশের বিরুদ্ধে ইঁদুর-বিড়াল (লুকোচুরি) খেলার অভিযোগ উঠেছে। চলতি বছরের ৩রা নভেম্বর শুক্রবার বিকেলে তানোর পুলিশ প্রায় এক কোটি টাকা মূল্যর প্রায় এক কেজি হেরোইন উদ্ধার করলেও জব্দ তালিকায় মাত্র আধা কেজি দেখিয়ে বাকিটা নয়ছয় করেছেন বলে গুঞ্জন বইছে। অন্যদিকে পুলিশের একশ্রেণীর কর্মকর্তা-সদস্যর এসব অনৈতিক কর্মকান্ডের কারণে পুলিশ বাহিনীর বিরুদ্ধে জনমনে নেতিবাচক মনোভাব সৃষ্টি ও সুনাম ক্ষুন্ন হচ্ছে বলেও প্রচার আছে। আর বিষয়টি নিয়ে পুরো থানা চত্ত্বরে গুমোট ভাব (সানসুন নিরবতা) বিরাজ করছে। ওদিকে বিষয়টি নিয়ে তানোর থানার কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে মনঃস্বাক্কিক দন্দের সৃুষ্টি হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩রা নভেম্বর শুক্রবার বিকেলে তানোর-মুন্ডুমালা সড়কের দেবিপুর মোড়ে বেপরোয়া গাতির বিপরিতমূখী বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চাপা পড়ে আহত হয় তিন জন মোটরসাইকেল আরোহী। এরা হলেন আব্তুল হালিম (৩৩) সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচক গ্রামের সৈইবুর রহমানের পুত্র, একই এলাকার কাওসার আলীর পুত্র সলিম উদ্দীন (৩৪) ও চাঁপাইনবাবহগঞ্জ জেলার চরআলাতুলি গ্রামের আতাউর রহমানের পুত্র হাজিকুল ইসলাম (৪০)। এরা তিন জন দুটি মোটরসাইকেলে করে প্রায় কোটি টাকা মূল্যর এক কেজি হেরোইন বহন করছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। এ দিকে দুর্ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য তানোর উপজেলা হাসপাতালে নেয়। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক হলে হাসপাতালের জরুরী বিভাগ থেকে তানোর থানা পুলিশকে খবর দেয়া হয়। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, তানোর থানার (এসআই) আবু রায়হান সরদার হাসপাতালে গিয়ে তাদের দেহতল্লাশী করে একটি প্লাষ্টিকের বড় কৌটার ভিতর থেকে প্রায় দুশ’ গ্রাম ওজনের হেরোইনের ৫টি প্যাকেট ও প্রায় ১০ হাজার উদ্ধার করে। কিšত্ত পুলিশ মাত্র পাঁচশ গ্রাম হেরোইন ও চার হাজার টাকা জব্দ তালিকা করে।ে অপরদিকে এ খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকা জুড়ে ব্যাপক হৈচৈ ও বিষয়টি ‘টক অবদ্যা তানোর’ পরিণত হয়ে উঠে। এ বিষয়ে জানতে চাইলে তানোর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, মানুষ না জেনেই দুরে থেকে অনেক সময় অনেক ভিত্তিহীন কথা বলে। তিনি বলেন, তাদের কাছে থেকে এক কেজি নয় পাঁচশ গ্রাম হেরোইন ও ৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার শিকার বাস-মোটরসাইকেল আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, এই ধারনে ঘটনা ঘটলে লোখ মূখে অনেক কথায় শোনা যায়। তিনি বলেন, এক কেজি নয়, পাঁচ প্যাকেটে পাঁচশ গ্রাম হোরোইন পাওয়া গেছে ডা জব্দ তালিকা করা হয়েছে।