পাবনার ফরিদপুরে তীব্র যানজট।। পথচারীদের দুর্ভোগ


ফরিদপুর প্রতিনিধি: পাবনার ফরিদপুর পৌর এলাকায় কোন ধরনের নিয়মনীতি না থাকায় যখন তখন বাস, ট্রাক, ও নছিমন, করিমন গাড়ী প্রবেশ করায় প্রায় দিনই মারাতœক যানজটের সৃষ্টি হচ্ছে। এতে পৌরবাসীসহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আশা সাধারন মানুষ ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পৌর এলাকায় থেকে আসা সাধারন মানুষ ও ব্যবসায়ীরা চরম দুভোর্গের শিকার হচ্ছে। নির্দিষ্ট সময়ে মধ্যে পৌর এলাকায় ট্রাক ও বাস প্রবেশের উপর নিষেধাজ্ঞা থাকলেও তা কেউ মানছে না। এছাড়া উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় পৌর এলাকার মধ্যে নছিমন করিমন চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হলেও তার বাস্তবায়ন হচ্ছে না। চৌরাস্তায় যানজট নিরসনের পৌরসভা কর্তৃক ১ জন ট্রাফিক নিয়োগ থাকলেও তাকে তেমন দেখা যাচ্ছে না। পৌরবাসী পৌর এলাকার মধ্যে যানজট মুক্ত রাখার জন্য পৌর কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *