ঝিনাইদহে এক সন্তানের জননী প্রবাসীর স্ত্রী সংখ্যালঘু জনকের সাথে উধাও


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ: ঝিনাইদহের কালিচরনপুর ইউনিয়নের বদনপুর গ্রামের প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী নাসিমা (২৮) সংখ্যালঘু শতীপ কুমার (৪০) নামের এক জনকের সাথে সোনাদান ও টাকা-পয়সা নিয়ে উধাও হয়েছে।এঘটনায় শনিবার বিকালে ঝিনাইদহ সদর থানায় নাসিমা, সংখ্যালঘু শতীপ কুমারসহ ৩/৪ জনের বিরুদ্ধে প্রবাসীর মা বিলকিস বেগম বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাযায়, গত প্রায় ১১ বছর আগে কালিগঞ্জ উপজেলার ধোপাদি গ্রামের তোফাজ্জেল হোসেনের কন্যার সাথে ঝিনাইদহ সদর উপজেলার কালিচরনপুর ইউনিয়নের বদনপুর গ্রামের আফজাল হোসেনের মালয়েশিয়া প্রবাসী ফিরোজ হোসেনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। গত ৮ বছর প্রবাস জীবন অতিবাহিত করছে এই সুযোগে গত ৫ বছর পূর্বে পরিহয় হয় ঝিনাইদহের হামদহ (কানচনপুর গ্রামের) সংখ্যালঘু শতীপ কুমারের (খুদ্র ছিট-কাপুড়ের ব্যবসায়ী)সাথে। এই সূত্র ধরে গত ১লা নভেম্বর দুপুরে মোবাইল ফোনে শতীপ কুমার বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রবাসীর পাঠানো গচ্ছিত নগত টাকা ও স্বর্ণালংকার প্রবাসীর স্ত্রী (এক সন্তানের জননী )নাসিমা ও শিশুকন্যা তারমিন কে অসৎ উদ্দেশ্যে অপহরন করে নিয়ে যায়। বদনপুর এলাকাবাসী জানিয়েছেন, নাসিমা প্রেম করে সংখ্যালঘু শতীপ কুমারের সাথে শিশুকন্যা তারমিন কে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। ইতিপূর্বে,কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা এলাকায় পাবলিকের কাছে ধরা পড়েছিল। তখন এলাকার এক জনপ্রতিনিধির মধ্যস্থতায় সে দফায় সমাধান হয়েছিল ও সমাজ কে মেনে নিতে বাধ্য করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *