গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের জানাজা ৪ জায়গায় ৪ দফায় অনুষ্ঠিত হবে


ঢাকা প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের জানাজা ৪ জায়গায় ৪ দফায় অনুষ্ঠিত হবে। শনিবার (০৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে করে মরহুমের মরদেহ বরিশালে নেয়া হবে। সেখানে সকাল সাড়ে ৯টায় বরিশাল জেলা স্কুল মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা, বাদ জোহর হাইকোর্টের সামনে তৃতীয় জানাজা এবং বাদ আসর গুলশানের আজাদ মসজিদে চতুর্থ জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। শুক্রবার (০৩ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, সংসদ ভবনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে এখনও সময় চূড়ান্ত করা হয়নি। শুক্রবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় আব্দুর রহমান অসুস্থ হয়ে পড়লে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আব্দুর রহমান বিশ্বাস বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *