জামালপুর জেলার ইসলামপুরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত


ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার ইসলামপুরে পলবান্ধায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাহাদুর পুর স্টুডেন্টস ক্লাব ফসলী জমির মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। খেলায় দর্শকদের ছিল উপচে পড়া ভীর। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথি ইসলামপুর থানা অফিসার ইনচার্জ শাহনীনুজ্জামান শাহীন। ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুবাইদুর রহমান দুলাল,ক্রিয়া সম্পাদক খলিলুর রহমান খলিলসহ আরো অনেকেই।খেলাটির সার্বিক পরিচালনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মুক্তার আলী,উপস্থাপনায় ছিলেন শফিকুল ইসলাম শুভ। শুক্রবার বিকালে ছিল ওই মাঠে ঘোড় দৌড়ের ফাইনাল খেলা। খেলায় ৪৫টি ঘোড়া অংশ নেন বিভিন্ন বাজিতে। দাপট দৌড়” কদম দৌড় বিভিন্ন আইটেমের ৭টি বাজি দেখার জন্য হাজারো দর্শকের উপচে পড়া ভীর ছিল মাঠে। সবাই আনন্দ উল্লাসে ঘোড়া খেলা উপভোগ করছিল। খেলার মূল আকর্ষন ছিল দাপট দৌড়ের সওয়ার আরিফ ও সুমন। শিশু দুই সওয়ারের খেলার খেলার নৈপুণ্যে সবাই মোহিত হয়। এসময় দর্শনার্থীরা জানান,ঘোড় দৌড় খেলা দেখতে আনন্দ উপভোগ করেন তারা। তাই কোথাই ঘোড় দৌড় প্রতিযোগিতার কথা শুনলে ছুটেযানসেখানে খেলা দেখতে। দর্শনার্থীদের আবেদন প্রতিবছরই যেন আয়োজক কমিটি এ খেলার আয়োজন করেন। ঘোড় দৌড় প্রতিযোগিতা খেলার সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন ডিহিদার স্বাধীন জানান,দর্শকদের কথা বিবেচনা করে ঘোড় দৌড় প্রতিযোগিতার ঐতিহ্য ধরে রাখেতে আমরা প্রতিবছরই এ খেলার আয়োজন করি। তবে এ ব্যাপারে তিনি স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *