মালয়েশিয়ায় ৬০ বাংলাদেশি গ্রেফতার
ঢাকা প্রতিনিধি: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ৬০ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) কুয়ালালামপুরের গার্মেন্টস সামগ্রীর সবচেয়ে বড় পাইকারি মার্কেট হাংতুয়া কেনাঙ্গা হোলসেল সিটি থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় বেলা ১১টার দিকে হঠাৎ করেই সাদা পোশাকের ইমিগ্রেশনপুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা মার্কেটে ঢুকে বিদেশি শ্রমিকদের কাগজপত্র চেক করতে শুরু করেন। এ সময় পুরো মার্কেটজুড়ে আতঙ্ক শুরু হয়ে যায়। বেলা ২টা পর্যন্ত কাগজপত্র পরীক্ষা করে মার্কেটটিতে কর্মরত ৬০ বাংলাদেশিসহ শতাধিক বিদেশি শ্রমিককে নিয়ে যায় পুলিশ। জানা যায়, গ্রেফতারকৃত শ্রমিকরা বিভিন্ন মালিকের দোকানে কাজ করলেও তাদের বৈধ কাগজপত্র ও চলমান বৈধকরণ প্রক্রিয়া মাই-ইজি ও ই-কার্ড ছিলো অন্য মালিকের নামে।