করদাতাদের সরব উপস্থিতিতে জমে উঠেছে আয়কর মেলা


ঢাকা প্রতিনিধি: করদাতাদের সরব উপস্থিতিতে জমে উঠেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত জাতীয় আয়কর মেলা। অষ্টমবারের মতো আয়োজিত আয়কর মেলার দ্বিতীয় দিনে রয়েছে করদাতাদের সরব উপস্থিতি। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত আয়কর মেলায় সকাল থেকে করদাতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়ছে। এবারের মেলার বাড়তি আকর্ষণ করদাতাদের ট্যাক্স আইডি কার্ড। যা হাতে পেয়ে করদাতারা বেশ সন্তোষ প্রকাশ করেছেন। রাজধানীর মতিঝিল থেকে আসা জনতা ব্যাংকে কর্মরত আকবর হোসেন বলেন, ‘ব্যাংক থেকে কিছু সময়ের জন্য ছুটি নিয়ে আয়কর রিটার্ন দাখিল করতে এসেছি। ভিড়ের কারণে একটু সময় লাগলেও বেশ ভালোই লাগছে নতুন ট্যাক্স আইডি কার্ড হতে পেয়ে।’ এ বিষয়ে এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আবদুর রাজ্জাক বলেন, ‘সকাল থেকে করদাতারা উৎসবমুখর পরিবেশে রিটার্ন জমা দিচ্ছেন এবং সাথে সাথে ট্যাক্স আইডি কার্ড হাতে পাচ্ছেন। পাশাপাশি করদাতা মেলায় না এসে যেকোনও জায়গা থেকে তাদের আয়কর রির্টান জমা দিচ্ছেন। মেলা থেকে আয়করের বিভিন্ন বিষয়ে তথ্য নিচ্ছেন উপস্থিত করদাতারা।’ ঢাকাসহ বিভাগীয় শহরে ৭দিন, ৫৬টি জেলা শহরে ৪দিন, ৩৪টি উপজেলায় ২দিন এবং ৭১টি উপজেলায় ১দিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে সেরা ৫১৭ করদাতা নির্বাচন করা হয়েছে। যাদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ডের জন্য নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থমন্ত্রণালয়। আয়কর মেলার শেষ দিনে যা সেরাদের হাতে তুলে দেয়া হবে। কর দিতে ব্যক্তি শ্রেণির করদাতাদের উৎসাহিত করতে প্রতি বছর আয়কর মেলার আয়োজন করে এনবিআর। মেলায় ই-টিআইএন রেজিস্ট্রেশন, ই-পেমেন্ট ও অনলাইনে আয়কর বিবরণী দাখিলসহ কর সংক্রান্ত সব সেবা পাওয়া যায়। আয়কর মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এবার মেলার পরিধি বৃদ্ধি করা হয়েছে। প্রথমবারের মতো করদাতাদের ইনকাম ট্যাক্স আইডি কার্ড বা স্মার্ট কার্ড এবং ট্যাক্সপেয়ার স্টিকার প্রদান করা হচ্ছে। মেলায় ১০টি বুথ থেকে স্মার্ট কার্ড প্রদান করা হয়। মেলায় ১০২টি বুথ থেকে করসেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে ৩৮টি আয়কর রিটার্ন গ্রহণ বুথ, ২২টি হেল্পডেস্ক, বৃহৎ করদাতা ইউনিটের ১টি বুথ, সঞ্চয় অধিদপ্তরের ১টি, কাস্টমসের ১টি, মূসকের ১টি, কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল ১টি, মুক্তিযোদ্ধা ১টি বুথ, সিনিয়র সিটিজেন ১টি বুথ, প্রতিবন্ধী ১টি বুথ, মিডিয়া সেন্টার, মেডিকেল টিম ১টি বুথ, ই-টিআইএন ৩টি বুথ, বিসিএস কর একাডেমির ১টি বুথ। আরও রয়েছে আইআরডি ১টি বুথ, ট্যাকসেস আপিলাত ট্রাইব্যুনাল ১টি, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল ১টি বুথ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, এটুআই, এনআইএলজি ১টি, র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, দুর্যোগ ব্যবস্থাপনা ৪টি, ই-টিআইএন ৪টি, লাইভ টেলিকাস্ট ১টি, কর শিক্ষণ ফোরাম ১টি, নামাযের স্থান, ক্যান্টিন, ফটোকপি, ট্যাক্স আইডি কার্ড ১০টি বুথ, ই-ফাইলিং ৩টি বুথ, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ৯টি বুথ, ই-পেমেন্ট ও কিউক্যাশ ১টি। পুরো মেলায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা দেয়া হচ্ছে। আয়কর সংক্রান্ত সব ধরনের ফরম বিনামূল্যে প্রদান করা হবে। করদাতাদের বিনা ভাড়ায় যাতায়াত সুবিধার জন্য রাজধানীর টিএসসি, বেইলি রোড, মিরপুর-২ ও উত্তরা থেকে ১৩টি শাটল বাস চলাচল করছে। মেলায় অনলাইন রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হচ্ছে। এ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে যেকোনও করদাতা পৃথিবীর যেকোনও প্রান্ত থেকে রিটার্ন দাখিল করতে পারবেন। এদিকে সারাদেশে বুধবার মেলার প্রথমদিনে সেবা নিয়েছেন ৭৯ হাজার ১১২জন । রিটার্ন দাখিল করেছেন ৩১ হাজার ৪১জন করদাতা। যেখান থেকে আয়কর আদায় হয়েছে ২০৭ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৫৫৮টাকা। যা গত বছরের চেয়ে ১৬ কোটি ৫৮ লাখ ৩১ হাজার ৭৪৬ কোটি টাকা বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *