‘অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জাতিসংঘ’


ঢাকা প্রতিনিধি: বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় জাতিসংঘ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির আবাসিক সমন্বয়ক রবার্ট ডি ওয়াটকিনস। বৃহস্পতিবার (০২ নভেম্বর) রাজধানীর বারিধারায় কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব-এর ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে রবার্ট ডি ওয়াটকিনস বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু করতে প্রতিষ্ঠানকে শক্তিশালী করার বিকল্প নেই। সবার অংশ গ্রহণের আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে এই আশা করি। সব কিছুই ইতিবাচক চলছে। জাতিসংঘ বিশ্বাস করে সম্পূর্ণ কার্যকরী গণতন্ত্রই বিশ্বের জন্য ভালো। কার্যকর গণতন্ত্র ছাড়া কোনও দেশের উন্নয়ন সম্ভব নয়।’ এ সময় তিন দফায় উদ্যোগ নিয়েও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে প্রস্তাব আনতে না পারা ব্যর্থতা বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘জাতিসংঘ চায় তারা তাদের বাড়িতে (মিয়ানমার) ফেরত যাক। শুধু মিয়ানমারের যেকোনো এলাকায় ফিরলে হবে না। তাদের বাড়িঘর তৈরি করে দিতে হবে। তারা যেন নিরাপদে ঘরে ফিরতে পারে। রোহিঙ্গা সংকট মোকাবিলা জাতিসংঘ বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যাচ্ছে। দুই মাসে ৭ লাখ মানুষ সীমান্ত পেরিয়ে এসেছে। তাদের মানবিক আশ্রয় দিয়ে সরকার ভালো কাজ করছে। তবে রোহিঙ্গাদের রিফিউজি স্বীকৃতি দেবে কিনা তা বাংলাদেশের নিজস্ব বিষয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *