পিরোজপুরে জলদস্যু মনজু ও মজিদ বাহিনীর আত্মসমর্পন


পিরোজপুর প্রতিনিধি: সুন্দরবনের কুখ্যাত ২০ জন সক্রিয় জলদস্যু ও ডাকাত বিপুল পরিমান অ¯্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পন করেছে। বুধবার পিরোজপুর জেলা স্টেডিয়াম মাঠে সরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (এমপি) এর কাছে জলদস্যুরা আত্মসমর্পন করে। র‌্যাব এ জলদস্যুদের কাছ থেকে ৩৩ টি দেশী বিদেশী আগ্নেয় অস্র ও ১৩২৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে।পরে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পিরোজপুর-১ আসনের সাংসদ আলহাজ্ব একেএমএ আউয়াল র‌্যাবের মহাপরিচালক বেনজির আহম্মেদ। সভা আরও বক্তব্য রাখেন,জেলা প্রশাসক খায়রুল আলম শেখ, পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন,জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ,পৌর মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেক প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন র‌্যাব-৮ এর অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *