উদয়ন ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ আটক ১৩; খুমেক হাসপাতালে ডিবি’র অভিযান
নজরুল ইসলাম, ব্যুরো চিপ (খুলনা): খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বহির্বিভাগে নিয়ন্ত্রণ করে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও জরুরী বিভাগ নিয়ন্ত্রণ করেন ওষুধ দোকানীদের দালালরা। এতে জিম্মি সাধারণ রোগীরা। এমন অভিযোগে গতকালও খুমেক হাসপাতালে বেলা ১১টায় অভিযান পরিচালনা করেছে ডিবি। এতে খুমেক হাসপাতালের সামনে অবস্থিত উদয়ন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের মালিক এস এম সৈয়দ হোসেনসহ ১৩ জন আটক করা হয়। আটককৃত অন্যান্যরা হচ্ছেন আব্দুল আলীম, সোহেল, আরিফুল ইসলাম, হুমায়ুন কবির, তাপস রানা, মুরাদ খান, শামীম হোসের বুলু, ফরিদ শিকদার, আবুল কালাম, জিল্লাল মোল্লা, নাজিম উদ্দিন মোল্লা ও উজ্জ্বল দাস। আটককৃতদের মধ্যে ওষুধ দোকানের মালিকরাও রয়েছেন।
এ ব্যাপারে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এস এম কামরুল ইসলাম বলেন, খুলনার বিভিন্ন অঞ্চল থেকে খুমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের চিকিৎসার নামে প্রতারণা করছে। এদের ধরতেই অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
এ ব্যাপারে খুকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ এস এম মঞ্জুর মোর্শেদ গতকাল রবিবার বিকেলে এ প্রতিবেদককে বলেন, সম্প্রতি খুমেক হাসপাতালে র্যাব-৬ এর অভিযানে ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ বহু দালাল আটক করেন। এর পর থেকে দালাল নির্মূলে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করা হবে সুপার হাসপাাতালের চিকিৎসার সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে সকলের সহযোগিতা কামনা করেন।