ঢাকাকে সচল রাখতেই কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা প্রতিনিধি: ঢাকাকে সচল রাখার স্বার্থে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে সরিয়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ঐতিহ্য ধরে রাখতে সরকারের গৃহিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পুরান ঢাকাস্থ কেন্দ্রীয় কারাগারের স্থানটি ঐতিহাসিক স্থাপনায় পরিণত করা হবে। কারাগারটিতে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ অনেক রাজনীতিবিদ বছরের পর বছর কারাভোগ করেছেন।’সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমির ‘কারাগারের স্থাপত্য তৈরির জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলনে অনেকেই এখানে হাজতবাস করেন। এ কারণে কারাগারটি জাতির অনেক স্মৃতিও বহন করছে। আর কীভাবে জনগণের সামনে এসব স্মৃতি তুলে ধরা যায় তার সব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্য একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে। যার মাধ্যমে কারাগারটি ঐতিহাসিক স্থাপনায় পরিণত হবে।’মন্ত্রী আরও বলেন, ‘ঢাকাকে সচল রাখার জন্য এখান থেকে কারাগার সরিয়ে কেরানীগঞ্জে নেওয়া হয়েছে। তবে পুরনো কারাগারটি যেন অযত্নে-অবহেলায় না থাকে তার গুরুত্ব সরকার প্রথম থেকেই ভেবে আসছে। কারাগারের ভেতর কীভাবে সাজসজ্জা বা সংস্কার করে তা সাধারণ মানুষের সামনে তুলে ধরা যায় সেজন্যই এ প্রতিযোগিতার আহ্বান করা হয়েছে।’প্রতিযোগিতায় ৩৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।