ঢামেকের জরুরি বিভাগ বন্ধ করে দিলেন চিকিৎসকরা
ডেক্স রির্পোট: রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হামলার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তিন চিকিৎসক ও দুই আনসার সদস্য আহত হয়েছেন। এ ঘটনার জের ধরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। রোববার দুপুর ২টার পর পরই চিকিৎসকরা জরুরি বিভাগের গেটে অবস্থান নেন। পরে দুপুর আড়াইটা থেকে টিকেট বিক্রি বন্ধ হয়ে যায়। হামলায় আহত দুই চিকিৎসকের নাম জানা গেছে। তাঁরা হলেন ডা. শাওন ও ডা. শামীম। জরুরি বিভাগের একটি সূত্র জানায়, গতকাল শনিবার পুরান ঢাকার চকবাজারের নওশাদ (৫০) নামের এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে নতুন ভবনের তৃতীয় তলার হৃদরোগ বিভাগে ভর্তি হন। রোববার দুপুরে তিনি মারা যান। স্বজনরা অভিযোগ করেন, চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে। তারপর রোগীর স্বজনরা হামলা চালান বলে অভিযোগ করেন চিকিৎসকরা। এ সময় দুই আনসার সদস্য আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, এর পরই চিকিৎসকরা জরুরি বিভাগে আসেন এবং সেখানকার গেট বন্ধ করে দেন। এরপর তাঁরা টিকেট বিক্রিও বন্ধ করে দেন। সূত্র আরো জানিয়েছে, এ ঘটনার পর পরই ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন চিকিৎসকদের বৈঠকে বসেন। তাঁদের মধ্যে আলোচনা চলছে।