ফেনীতে ‘বিএনপি কর্মীদের ঠেকাতে ‘ সড়কে অবরোধ
ফেনী প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে যাত্রাবিরতির সময় নেতা-কর্মীদের সাক্ষাৎ ‘ঠেকাতে’ বিভিন্ন সড়কে অবরোধ দেওয়ার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। ফেনী পৌর বিএনপি সভাপতি আলাল উদ্দিন আলাল বলেন, শনিবার বেলা ১১টা থেকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে দাগনভূইয়া উপজেলার তুলাতুলি, বেকেরবাজার ও রামনগরে তিনটি স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। “ফলে নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে বিএনপির নেতা-কর্মীদের গাড়ি ফেনীতে ঢুকতে পারছেন না। বন্ধ রয়েছে এ সড়কের যান চালাচল।” আলাল উদ্দিনের অভিযোগ, “খালেদা জিয়াকে শুভেচ্ছা জানতে নেতা-কর্মীদের জেলার ছয় উপজেলা থেকে ফেনীতে আসতে বাধা দিচ্ছে সরকারদলীয় নেতা-কর্মীরা। উপজেলা থেকে ফেনীর প্রতিটি সড়েক যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।” এ কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলেও দাবি আলালের। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-প্রশিক্ষণ সম্পাদক ও সাবেক সাংসদ রেহানা আক্তার রানু বলেন, দলীয় নেতা-কর্মীদের ফেনী সার্কিট হাউজে প্রবেশে বাধা দিচ্ছে পুলিশ। প্রথমে ১৫ ও পরে আরও ১১ সদস্যসহ ২৬ জনের সার্কিট হাউজে প্রবেশের অনুমতি দিয়েছে প্রশাসন।